সিইসি কাজী হাবিবুল আউয়াল : শান্তিপূর্ণ গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট পড়েছে ৩৫ শতাংশ

আগের সংবাদ

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী : নির্বাচনের আগে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে > উদ্ভট ধারণা প্রশ্রয় দেবেন না

পরের সংবাদ

বিশ্ববাজারে ৭ মাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের বাজারদর বেড়ে সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির হার শিথিল হওয়ার প্রত্যাশায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
গতকাল স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৬২ ডলার ৩২ সেন্টে। গত বছরের ১৩ জুনের পর এটিই সর্বোচ্চ দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ১ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৬৮ ডলার ৩০ সেন্ট।
গতকাল ডলারের মূল্যসূচক দশমিক ৬ শতাংশ কমেছে। এতে অন্যান্য মুদ্রার ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে ডলারে লেনদেন হওয়া স্বর্ণের চাহিদা বেড়েছে। কাইন্সিস মানি এক্সটার্নালের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির মাত্রা শিথিল করতে পারে। সুদের হার দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করছেন বেশির ভাগ বিনিয়োগকারী। আবার কেউ কেউ বলছেন, সুদের হার দশমিক ৫০ শতাংশ বাড়ানো হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়