ইউনেসকোর প্রতিবেদন : দেশে শিক্ষা ব্যয়ের ৭১ ভাগ বহন করে পরিবার

আগের সংবাদ

তীব্র শীতে জবুথবু জনজীবন

পরের সংবাদ

সিংগাইরে ক্রেতা সেজে স্বর্ণালংকার নিয়ে চম্পট

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ক্রেতা সেজে অভিনব পন্থায় জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল বাজারের স্বর্ণালংকার নিকেতন নামের দোকানে এ ঘটনা ঘটে। দোকান মালিক নান্টু সরকার বলেন, সকাল ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে জ্যাকেট ও মাফলার পরিহিত একজন লোক আমার দোকানে প্রবেশ করে স্বর্ণের চেইন কেনার কথা বলে। অপরজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করে। আমার দোকানে চেইন না থাকায় পাশের দোকান থেকে ৭টি চেইন এনে দেখাই। এ সময় ভিডিও কলে স্ত্রীকে চেইন দেখানোর কথা বলে দোকানের বাইরে যায়। এ সুযোগে দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অপরজনের পিছনে উঠে চম্পট দেয়। দোকান মালিকের ভাষ্যানুযায়ী ওই স্বর্ণের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, স্বর্ণালংকার নেয়ার ঘটনা ঘটেনি। কেউ লিখিত অভিযোগ দিতে আসেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়