ইউনেসকোর প্রতিবেদন : দেশে শিক্ষা ব্যয়ের ৭১ ভাগ বহন করে পরিবার

আগের সংবাদ

তীব্র শীতে জবুথবু জনজীবন

পরের সংবাদ

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক : অবৈধ যানবাহন উচ্ছেদের দাবি বাস মালিকদের

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশনে সিএনজি ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় অবৈধ যানবাহন উচ্ছেদ করে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নির্বিঘেœ বাস চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাস মালিক সমিতি। গতকাল বুধবার সকালে ভোলা জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আবদুস ছালাম পাটওয়ারীসহ নেতাদের উপস্থিতিতে চরফ্যাশন শাখা কার্যালয়ে এ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভোলা জেলা বাস মালিক সমিতি চরফ্যাশন ডিপোর কর্মকর্তা আব্দুল হালিম মালতিয়া অভিযোগ করে বলেন, চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দ্বারা পরিচালিত সিএনজি, বোরাক অটোরিকশাসহ অবৈধ যানবাহন বেপরোয়াভাবে চলাচলের কারণে যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। কিন্তু এসব দুর্ঘটনার দায়ভার চাপিয়ে দেয়া হচ্ছে বাস মালিক সমিতির ওপর। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার সকালে চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডে কয়েকজন সিএনজি চালক বাস থেকে ভোলাগামী কয়েকজন যাত্রীকে নামিয়ে ভোলায় নেয়ার জন্য ভাড়া করে। এ সময় বাস ড্রাইভার ও কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যে পরিকল্পিতভাবে শতাধিক সিএনজি চালক চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাসকে প্রায় দুঘণ্টা অবরোধ করে রাখে। পরে বাসযাত্রীরা অধৈর্য হয়ে তাদের ধাওয়া করে রাস্তা সচল করে। আব্দুল হালিম মালতিয়া দাবি করেন, এর কিছুক্ষণ পরে সিএনজি চালকরা একত্রিত হয়ে বাস স্টাফদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। এরপর সিএনজি চালকরা বিকেল ৪টার দিকে আবারো রাস্তা অবরোধ করে। এ সময় তারা নিজেদের সিএনজি ভাঙচুর করে বাস মালিক সমিতির ওপর দোষ চাপানোর চেষ্টা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়