ইউনেসকোর প্রতিবেদন : দেশে শিক্ষা ব্যয়ের ৭১ ভাগ বহন করে পরিবার

আগের সংবাদ

তীব্র শীতে জবুথবু জনজীবন

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিজ্ঞান মেলা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে ফিতা কেটে অতিথিরা মেলার উদ্বোধন করেন। মেলায় উপজেলার তিনটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ মাধ্যমিক পর্যায়ের ১৩টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান প্রমুখ।
মতবিনিময়
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন/ পৌরসভা ভিত্তিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান। উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় স্থানীয় কালীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. মাকসুদ-উল-আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
অবহিতকরণ সভা
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে উন্নয়ন সংস্থা উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। উত্তরণের টেকনিক্যাল অফিসার আব্দুর রহিমের সঞ্চালনায় ‘সাপোর্টিং হারমনি, ইম্প্রুভিং নিউট্রেশন এন্ড ইনভায়রনমেন্ট ফর দ্যা রোহিঙ্গা এন্ড হোস্ট কমিউনিটি(এসএইচআইএনই/সাইন) প্রজেক্টর বিভিন্ন দিক তুলে ধরেন হেলভেটাস বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার জি এম জাহাঙ্গীর কবির ও উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. মোস্তফা মনোয়ার পারভেজ। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা শওকত হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহিব উল্লাহ প্রমুখ। 
সংবর্ধনা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরের প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। বিনোদবিহারী মোদক ট্রাস্টের উদ্যাগে গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ট্রাস্টের ট্রাস্টি মনোজ কুমার মোদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, শেখ মোজাহিদ বীন ইসলাম, প্রেস ক্লাব সভাপতি অলিদ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন আল রনি, বিনোদবিহারী মোদক বিদ্যালয়ের শিক্ষক অলিউর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থী প্রিয়ন্তি মোদক সংগীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করায় তাকেসহ ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়