বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

মোল্লাহাটে সমলয় পদ্ধতিতে বোরো চাষের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটের ১নং উদয়পুর ইউনিয়নের দৈবকান্দি গ্রামে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। সমলয় চাষাবাদের আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ঘণ্টায় ৮০ শতাংশ জমিতে একই জাতের ধানের চারা রোপণ করার সক্ষমতা রয়েছে বলে জানা গেছে। আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষিকে আরো গতিশীল ও উন্নত করার লক্ষ্যে ১৫ লাখ টাকা মূল্যের এ যন্ত্রটি ৫০ শতাংশ সরকারি ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য।
বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশিক্ষণ অফিসার মো. মোতাহার হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. সেলিম মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান, সুবিধাভোগী কৃষক মেহেদি হাসানসহ স্থানীয় কৃষক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়