বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

নন্দীগ্রাম : কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ওয়েল্ডিং ওয়ার্কসপ দোকানে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে আহত শ্রমিক হেলাল উদ্দিন (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার সিংজানী গ্রামের মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে। রবিবার বিকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কসপ দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, কুন্দারহাটে জাহাঙ্গীরের ওয়েল্ডিং ওয়ার্কসপ দোকানে কাজ করছিলেন হেলাল উদ্দিন। সিংজানী গ্রামের শামীম নামের একজন কেমিক্যালের ড্রাম কেটে নেয়ার জন্য ওয়েল্ডিং ওয়ার্কসপে যায়। শ্রমিক হেলাল ড্রাম কাটতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ড্রাম প্রায় ৫০ গজ দূরে গিয়ে পড়ে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হন হেলাল। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়