বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

গাজীপুর : জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ৫টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
গতকাল মঙ্গলবার প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ফিতা কেটে উদ্বোধনের পর নবনির্মিত হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা। অনুুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরীর সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ, আমিরুল ইসলাম ও মাহমুদা ইয়াসমিন, সদস্য দেলোয়ার হোসেন, প্রকৌশলী মো. মনির হোসেন বক্তব্য রাখেন। বক্তারা জানান, জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন মেয়াদের বেসিক কম্পিউটার, অনলাইন আউটসোর্সিং, ড্রাইভিং, সেলাই, ব্লক, বাটিক ও মৌচাষ কোর্সে ৩২০ জন তরুণ যুবক-যুবতি প্রশিক্ষণ নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়