উকিল আবদুস সাত্তারকে বহিষ্কার করেছে বিএনপি

আগের সংবাদ

মন্দা মোকাবিলায় দুই চ্যালেঞ্জ : ডলারের দাম যৌক্তিক জায়গায় রাখা > মূল্যস্ফীতি কমিয়ে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা

পরের সংবাদ

এশিয়ার এলএনজি বাজারে ফের অনিশ্চয়তার আভাস

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চলতি বছরও তীব্র অনিশ্চয়তার মুখে পড়তে পারে এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজার। সামষ্টিক অর্থনীতি, ভূরাজনৈতিক ও আবহাওয়াজনিত বিভিন্ন বিষয় জ্বালানিটির সরবরাহ ও চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলবে। এসএন্ডপি গেøাবাল প্ল্যাটসের এক প্রতিবেদনে এমন আভাস মিলেছে।
সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বাড়তে থাকা সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রয়াস বেশির ভাগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিদ্যুতের ব্যবহার ও প্রাকৃতিক গ্যাসের চাহিদায়ও এর প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের মূল্যবৃদ্ধি এশিয়ার বেশির ভাগ অর্থনীতির এলএনজি আমদানির ক্ষেত্রে ভয়াবহ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনকি সরকারগুলো সম্ভাব্য মন্দা প্রতিরোধের জোর প্রচেষ্টা চালালেও এ উদ্বেগ অনিবার্য হয়ে উঠছে।
এসএন্ডপি গেøাবাল রেটিংসের প্রত্যাশা, নতুন এ বছরে বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি দাঁড়াবে ২ দশমিক ২ শতাংশ। গত বছর যা ছিল ৩ দশমিক ৪ শতাংশ। এ বছর প্রবৃদ্ধি কমলেও ২০২৪ সালে তা ৩ দশমিক ১ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএন্ডপি গেøাবাল রেটিংসের বৈশ্ব্কি প্রধান অর্থনীতিবিদ পল এফ গুয়েনওয়াল্ড বলেন, ২০২৩ সালে আমরা বুঝতে পারব মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি কতটা সংকোচনমুখী করতে হবে। অর্থনৈতিক মন্দার প্রভাব কতটা গভীর এবং করোনা পরবর্তী অর্থনীতির চিত্র কেমন হতে পারে। আমরা মনে করছি, কোভিড পরবর্তী সময় কোভিড পূর্ব সময়ের তুলনায় নানা দিক থেকে ভিন্নতর হবে।
চলতি বছর স্পট মার্কেটে এলএনজির দাম একটি সীমার মধ্যে আবদ্ধ হয়ে পড়ার মূল কারণ চীনের অর্থনীতিতে শ্লথগতি। এসএন্ডপি গেøাবাল কমোডিটি ইনসাইটের গ্যাস, পাওয়ার এন্ড ক্লাইমেট সলিউশন বিভাগের পরিচালক ঝি জিং চং বলেন, চীন এরই মধ্যে করোনাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। এখন দেশটির অর্থনীতি কত দ্রুত ঘুরে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে বিশ্ব অর্থনীতির। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যেই চাহিদা ঘুরে দাঁড়াবে বলে আমরা আশাবাদী। তবে স্পট মার্কেটে এলএনজির অস্থিতিশীল বাজারদর এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এখনো চীনের এলএনজি চাহিদাকে নি¤œমুখী চাপে রেখেছে।
শুধু এশিয়ায় নয়, নতুন বছরে বৈশ্বিক সংকট আরো তীব্র আকার ধারণ করবে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। বিনিয়োগস্বল্পতা, ঊর্ধ্বমুখী দামসহ বহুমুখী চ্যালেঞ্জের মুখে থাকবে জ্বালানিটির বাজার।
পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে রাশিয়ার ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউরোপ। ব্লকটি এলএনজি আমদানি ব্যাপক হারে বাড়িয়েছে। সমাপ্ত বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাশিয়ার চেয়েও বেশি পরিমাণে এলএনজি আমদানি করে। মস্কো ইউরোপে সরবরাহ কমিয়ে দেয়ার পরই আমদানিতে এমন পরিবর্তন দেখা দেয়।
রাশিয়া নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করে। কিন্তু বর্তমানে এ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ তলানিতে নেমেছে। এমনকি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইইউ বর্তমানে উত্তর আফ্রিকা ও নরওয়ে থেকে অতিরিক্ত পাইপলাইন সরবরাহের দিকে ঝুঁকছে। আর এসব গ্যাসের বেশির ভাগই আসবে যুক্তরাষ্ট্র থেকে। গ্যাস আমদানিতে রাশিয়াকে স্থানান্তর করতেই বাজারে এমন পরিবর্তন দেখা দিয়েছে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ইরসুলা ফন ডের লিয়েন বলেন, ২০২১ সালে ইউরোপ মোট গ্যাস আমদানির ৪০ শতাংশই ক্রয় করেছে রাশিয়া থেকে, কিন্তু বর্তমানে পাইপলাইনের মাধ্যমে এ আমদানি ৯ শতাংশে নেমে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়