বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

হোসেনপুরে তালা ভেঙে ৩ গরু চুরি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : হোসেনপুর পৌরসভার ৬নং ওযার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামে গোয়াল ঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব ঢেকিয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মো. ফরিদ মিয়ার গোয়ালঘর থেকে রাতের অন্ধকারে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে।
একই গ্রামের মো. সিরাজ মিয়া জানান, সঙ্গবদ্ধ চোরেরা অভিনব কায়দায় ঘরের তালা ভেঙে পিকআপ ভ্যান গাড়িতে গরু উঠিয়ে পালিয়ে যায়। প্রতিবেশী আব্দুল মান্নান বলেন, গত ডিসেম্বর মাসে দিন দুপুরে আমার দুধেল গাভীটি চুরি হয়েছে।
গরুর মালিক ফরিদ মিয়া বলেন, একরাতে আমার ৩টি গরু চুরি হওয়ায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানতে চাইলে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক বলেন, এভাবে প্রতি রাতে গরু চুরি বাড়তে থাকলে গরুর খামারিরা নিঃস্ব হয়ে পড়বে। গরু চুরি বন্ধে আইনশৃংখলা বাহিনীর নজরদারী বাড়ানো প্রয়োজন। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়