রাজধানীর বাজারদর : সবজিতে স্বস্তি মাছ-ডিমের দাম অপরিবর্তিত

আগের সংবাদ

বই সংকটে উৎসবে ছন্দপতন : শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি-দুটি অথবা গতবছরের বই > ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থী বই পাবে না

পরের সংবাদ

পুলিশের সঙ্গে সংঘর্ষ : জামায়াতের ৩০২ নেতাকর্মীর বিরুদ্ধে ৫ মামলা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় ৩০২ জনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করা হয়েছে। বিভিন্ন থানায় পুলিশ এসব মামলা করে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে আরও ৪ হাজার ৯০০ জন। গতকাল শনিবার রমনা, খিলগাঁও, শাহজাহানপুর ও রামপুরা থানায় এসব মামলা হয়।
গত শুক্রবার রাজধানীর মৌচাক ও মালিবাগ মোড় এলাকায় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মিছিলের সময় জামায়াতের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল শনিবার আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির অবৈধভাবে মিছিল করেছে। মিছিল করতে নিষেধ করায় তারা পুলিশের ওপর আক্রমণ চালায়। তারা লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে, ইটপাটকেল ছুড়ে আহত করেছে। আমরা জামায়াত-শিবিরের অতীত নৈরাজ্য কোনোভাবেই ফিরতে দেব না।
পুলিশ জানায়, রমনা থানার এসআই সুবীর কুমার সরকার বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগ একটি মামলা করেছেন।
এতে ৯১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. রেজাউল করিম, লস্কর মো. তসলিম, শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও দলের মজলিশে শুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা। এর বাইরে অজ্ঞাতপরিচয় ‘অনেক’ আসামির কথা বলা হয়েছে। তবে এজাহারগর্ভে ৩ হাজার নেতাকর্মীর কথা উল্লেখ করেছেন বাদী।
রমনা থানার ওসি আবুল হোসেন বলেন, আসামিদের মধ্যে নয়জনকে শুক্রবারই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনে দু’টি মামলা হয়েছে। দুই মামলাতেই আসামি হিসেবে ৭৫ জনের নাম আছে। আসামিদের মধ্যে রয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। এজাহারে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের ইন্ধনে আসামিরা পুলিশের ওপর হামলা চালায়।
পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলার অভিযোগে রামপুরা ও শাহজাহানপুর থানায় আরও দু’টি মামলা হয়েছে। এর মধ্যে রামপুরার মামলায় ৬৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৪ হাজার জনকে আসামি করা হয়েছে। আর শাহজাহানপুরের মামলায় ৭৩ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামির সংখ্যা ৮০০-৯০০। খিলগাঁও, রামপুরা ও শাহজাহানপুরের মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়