রাজধানীর বাজারদর : সবজিতে স্বস্তি মাছ-ডিমের দাম অপরিবর্তিত

আগের সংবাদ

বই সংকটে উৎসবে ছন্দপতন : শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি-দুটি অথবা গতবছরের বই > ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থী বই পাবে না

পরের সংবাদ

ইন্টারনেট আসক্তিকে পাঠাভ্যাসে পরিণত করবে লেটস রিড

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেটের আসক্তি কমিয়ে, ইন্টারনেটের নিরাপদ ও উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করতে জাগো ফাউন্ডেশন এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয়েছে ভার্চুয়াল লার্নিং অ্যাপ্লিকেশন লেটস রিড। এই অ্যাপে শিক্ষার্থীদের জন্য শ্রেণী বা গ্রেড অনুযায়ী থিমভিত্তিক বহু বই রয়েছে, যা ই-বুক হিসেবে বিনামূল্যে পড়া যাবে।
এই প্রকল্পের অংশ হিসেবে দেশের পাঁচ জেলা; রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা এবং বরিশালে সরাসরি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাতে শিশুদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার প্রচার করা হচ্ছে এবং তাদের পিতামাতার সঙ্গে শিক্ষার্থীদের ডিজিটাল ও ব্লেন্ডেড শিক্ষার প্রচার বৃদ্ধি করেছে।
এরই মধ্যে এই অ্যাপ্লিকেশনে ২৫০০ জনের বেশি শিক্ষার্থী এবং ২৫০০ জন অভিভাবক সরাসরি অ্যাক্সেস তৈরি করেছে। এই অঞ্চলগুলোতে স্মার্টফোন এবং ইন্টারনেটের অপেক্ষাকৃত ভাল অ্যাক্সেস থাকায়, এখানেই প্রকল্পটি পরিচালনা করা হয়। এই ৫টি জেলার মোট ২৫০ জন তরুণ স্বেচ্ছাসেবক সরাসরি ২৫টি স্কুলে কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করেছে। কার্যক্রমটি একটি নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করেছে এবং গল্পের ছলে শিক্ষার্থীদের গ্রেডভিত্তিক পড়ার দক্ষতা উন্নত করেছে। স্বেচ্ছাসেবকরা নির্বাচিত স্কুলগুলোতে ভ্রমণ করে এবং ইন্টারনেট সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং উৎপাদনশীল স্ক্রিন টাইম প্রচার করতে বিভিন্ন সেশনে শিক্ষার্থীদের লেটস রিড অ্যাপ্লিকেশন থেকে প্রশিক্ষণ দেয়। তরুণ স্বেচ্ছাসেবকরা প্রয়োজনীয় নির্দেশিকা লিফলেটসহ তাদের পিতামাতার ফোনে অ্যাপটি ডাউনলোড করার জন্য শিক্ষার্থীদের গাইড করে। অভিভাবকদের একজন বলেন, ‘যেহেতু আমার সন্তান লেটস রিড অ্যাপটি ব্যবহার করা শুরু করেছে, আমি তাদের পড়ার দক্ষতার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছি। তারা তাদের ফোনে ঘন্টার পর ঘন্টা গেম খেলতো, কিন্তু এখন তারা গল্প পড়তে আগ্রহী। অ্যাপটিতে পড়ার জন্য নতুন গল্প এবং বই আছে। আমার সন্তানকে পড়ার আনন্দের মধ্য দিয়ে বড় হতে এবং শিখতে দেখে আমি খুবই আনন্দিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়