‘মুগ্ধ নয়নে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ : বাংলাদেশে তুরস্ককে আরো বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

ছাড়পত্র পেল ‘লিডার, আমিই বাংলাদেশ’

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : শাকিব খান-বুবলী অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তির অনুমতি পেয়েছে। গত ২২ ডিসেম্বর সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। একই সঙ্গে বোর্ডের প্রশংসাও পেয়েছে সিনেমাটি। বোর্ডের সদস্য, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘এটা অ্যাকশন, রোমান্স ও সামাজিক ঘরানার ছবি। দেশপ্রেমের বিষয়টিও আছে। সেন্সর বোর্ডের সদস্যদের কাছে উপভোগ্য লেগেছে। দর্শকের কাছেও হয়তো চমৎকার লাগবে।’ এ খবরে কেবল শাকিব-বুবলী নন, আনন্দিত ভক্তরাও। কেননা অনেকদিন ধরেই শাকিবের নতুন কোনো সিনেমার উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। একের পর এক ঘোষণা এসেছে, কিন্তু কাজ শুরু হয়নি। কিছু সিনেমার কাজ শেষ হয়ে থাকলেও মুক্তির খবর নেই। সে হাহাকারে ‘লিডার’র ছাড়পত্র কিছুটা স্বস্তি বলে মনে করছেন ভক্তরা। ‘লিডার, আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন তপু খান। নাট্য নির্মাতা তপু খানের এটিই প্রথম সিনেমা। তাই চেষ্টায় আছেন যত দ্রুত সম্ভব সিনেমাটি হলে দর্শকদের সামনে নিয়ে আসার। যদিও মুক্তির তারিখটি চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে তপু খান জানান, প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া মুক্তির ঘোষণা দেবে। এ সিনেমায় শাকিব-বুবলীর সঙ্গে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ। প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। তাদের বিয়ে-সন্তানের খবর নিয়ে তুমুল আলোচনার পর ‘লিডার’ই হতে যাচ্ছে এ জুটির প্রথম সিনেমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়