প্রিন্সের অভিযোগ : বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে

আগের সংবাদ

অর্থনীতির সাত চ্যালেঞ্জ : বৈদেশিক মুদ্রার রিজার্ভ > ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন > খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ > মূল্যস্ফীতি > বৈদেশিক ঋণ পরিশোধ > কর্মসংস্থান > দেশীয় শিল্পে সংকট

পরের সংবাদ

‘মুগ্ধ নয়নে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ৬৪ জেলার রূপবৈচিত্র্য নিয়ে ওয়ালিউল্যাহ রিপনের ভ্রমণ কাহিনী ‘মুগ্ধ নয়নে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি বিমল গুহ। বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. আনোয়ারুল হক, কবি ও লেখক আসলাম সানী। এ সময় আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র গবেষক হাসান রাউফুন, কবি ও রাজনীতিবিদ জিএম হারুন অর রশিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।
কবি বিমল গুহ বলেন, মুগ্ধ নয়নে গ্রন্থে ৬৪ জেলার রূপ বৈচিত্র্য লুকিয়ে রয়েছে। বইটি পড়লে বাংলার না দেখা জায়গা সম্পর্কে ধারণা নেয়া যাবে। মানুষ জন্মগতভাবে পৃথিবীকে দেখতে চায়। লেখক বাংলাদেশের প্রতিটা জেলা ভ্রমণ করছেন এছাড়া ৩৫টা দেশ ভ্রমণ করেছেন। আনোয়ারুল হক বলেন, বইটি মনের বই। মনের খোরাক পূরণে পড়া দরকার। বাঙালি জাতি ভ্রমণ পিপাসু নয়, ঘরকুনো মানুষ। খুব বেশি হলে কক্সবাজার যায়। তাই মুগ্ধ নয়নে বইটা পড়া দরকার। আসলাম সানী বলেন, লেখক বেঁচে থাকলে সাহিত্য সমৃদ্ধ করবে। বইটিতে দেশের সব চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে, যদি কাজে লাগানো যেতো। বইটি যদি সবার মধ্যে ছড়িয়ে দেয়া যায় তবে দেশের পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে।
ওয়ালিউল্যাহ রিপন বলেন, ভ্রমণ আমার দারুণ প্রিয়। ১৯৮৮ সালে ডিঙি নৌকায় সেন্টমার্টিন গেছি। সেই থেকেই ভ্রমণের প্রতি এক ধরনের নেশা। আমার কোনো সঞ্চয় নেই। খেয়ে-পরে যা থাকে তা দিয়ে ভ্রমণ করি। দেশের ৬৪ জেলা ভ্রমণ করে বইটি লিখেছি। আপনারা বইটি পড়ে উপকৃত হবেন। প্রতিটা জেলার আনাচে-কানাচে লুকিয়ে থাকা সব ধরনের তথ্য তুলে ধরা হয়েছে বইতে। বইটি অনেক পরিশ্রম করে লিখেছি। এটা যদি পাঠকের মনের খোরাপ মেটাতে পারে তবেই আমার শ্রম সার্থক হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়