‘মুগ্ধ নয়নে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ : বাংলাদেশে তুরস্ককে আরো বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

আনুশকার ‘চাকদা এক্সপ্রেস’ শেষ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’র শুটিং শেষ হলো। শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ঝুলন নিজে। শুটিংয়ের শেষ দৃশ্যের ক্ল্যাপিংও করলেন তিনি। শেষ দিনে উপস্থিত থাকায় ঝুলনকে ধন্যবাদ জানালেন তার চরিত্রে অভিনয় করা আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে শেষ দিনের শুটিংয়ের বেশ কিছু ছবি দিয়েছেন আনুশকা। সেখানে দেখা যায়, শুটিং শেষ হয়ে যাওয়ার পরে ঝুলনের সঙ্গে কেক কাটছেন তিনি। ঝুলনকে শেষ দৃশ্যের ক্ল্যাপিং করতেও দেখা গেছে। দু’জনের মধ্যে খুনসুটির ছবিও দিয়েছেন আনুশকা। লিখেছেন, ‘চাকদহ এক্সপ্রেসের শুটিং শেষ। শেষ দিনের শুটিংয়ে থাকার জন্য ঝুলনকে অনেক ধন্যবাদ।’ খুব তাড়াতাড়ি সিনেমাটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন আনুশকা। ৬৫ দিন ধরে ৬টি শহরে হয়েছে এই সিনেমার শুটিং। তার মধ্যে কলকাতাও রয়েছে। শুটিংয়ের জন্য বেশ কয়েক দিন কলকাতায় থেকেছেন আনুশকা। ইডেন গার্ডেনেও হয়েছে শুটিং। নিজেকে ঝুলন করে তোলার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আনুশকাকে। বাংলার তথা ভারতীয় ক্রিকেটারের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আনুশকার ‘জিরো’। এই সিনেমার ভরাডুবির পর বড়পর্দা থেকে পুরোপুরি গায়েব আনুশকা। ‘চাকদা এক্সপ্রেস’র মাধ্যমে চার বছর পর সিনেমা হলে ফিরবেন তিনি। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে আনুশকার ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন সেøট ফিল্মস। পরিচালনায় আছেন প্রসিত রায়। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা। আপাতত আনুশকার কামব্যাকের অপেক্ষায় তার অনুরাগীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়