অবৈধ সম্পদ অর্জন : স্ত্রীসহ শিক্ষা অধিদপ্তর কর্মকর্তার কারাদণ্ড

আগের সংবাদ

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আজ : আসছে নির্বাচনমুখী স্মার্ট নেতৃত্ব

পরের সংবাদ

সচিব পদে ৩ নতুন মুখ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পদোন্নতির পাশাপাশি তাদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে একই মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য সত্যজিত কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর করা হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার। আর অবসরে যাওয়ার সুবিধার্থে বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়