শামসুজ্জামান দুদু : বিএনপির রূপরেখায় ভয় পেয়েছে সরকার

আগের সংবাদ

আলোচনায় কূটনৈতিক শিষ্টাচার : গণতন্ত্রের সমস্যা হলে গণতান্ত্রিক বিশ্ব কথা বলে, ক্ষমতা পরিবর্তনের সঙ্গে পাল্টে যায় রাজনীতিকদের অবস্থান

পরের সংবাদ

অবৈধ সম্পদ অর্জন : স্ত্রীসহ শিক্ষা অধিদপ্তর কর্মকর্তার কারাদণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দুর্নীতির মামলায় শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী জাকির হোসেন মল্লিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় তার স্ত্রী শাহনাজ হোসেনকে পৃথক দুই ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এদিকে জাকির হোসেনকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শাহনাজকে এক ধারায় এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আরেক ধারায় তিন বছর কারাদণ্ড, ১৫ লাখ ২৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরো ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একত্রে চলবে। এক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা তিন বছর কারাভোগ করতে হবে বলে জানান দুদকের আইনজীবী আসাদুজ্জামান রানা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। ২০১৭ সালের ১৮ অক্টোবর দুদকের সহকারী পরিচালক আ. গোলাম আলী মোল্লা রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, জাকির হোসেনের সহায়তায় স্ত্রী শাহনাজ হোসেন ১৫ লাখ ৭৮ হাজার ৬০০ টাকার মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৪২ হাজার ৩৫৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০২০ সালের ৮ নভেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়