রিকশায় বাসের ধাক্কা : মায়ের কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

আগের সংবাদ

পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলতে হবে

পরের সংবাদ

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ বাড়ল

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংকের মূলধনের যে ‘এক্সপোজার’ বা বিনিয়োগ সীমা রয়েছে, তার অতিরিক্ত বিনিয়োগ তুলে নিতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জানিয়েছে, গত ৩১ আগস্ট পর্যন্ত যেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ রয়েছে, সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনতে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময় প্রদানের সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।
পুঁজিবাজারে একটি ব্যাংক কতটুকু বিনিয়োগ করতে পারবে তা ওই ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ব্যাংকের ওই বিনিয়োগের একটি ঊর্ধ্বসীমা বা এক্সপোজার লিমিট রয়েছে। গত ৪ আগস্ট থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বা এক্সপোজার হিসাব করতে হয় সিকিউরিটিজের ‘ক্রয়মূল্য’ ধরে। এর আগে ‘বাজারমূল্য’ ধরে বিনিয়োগের পরিমাণ হিসাব করতে হতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়