প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

আগের সংবাদ

১৭২ দেশে শ্রমবাজার : রেমিট্যান্স কমছে যে কারণে

পরের সংবাদ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার কেওয়াবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ভাঙারি ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মহিষকাটা গ্রামের ইসরাইল আকনের ছেলে আলম (৩০) ও আব্দুল্লাহ (২৮)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, সকালে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যান আলম ও আব্দুল্লাহ। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে ঢাকাগামী রোমার-সোনালি পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়