প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

আগের সংবাদ

১৭২ দেশে শ্রমবাজার : রেমিট্যান্স কমছে যে কারণে

পরের সংবাদ

গাজীপুর : ১৩ ঘণ্টা পর টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, গাজীপুর : সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিন টেক্সটাইল মিলের তুলার গুদামে লাগা আগুন প্রায় ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কারখানার মালিক জানান, অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে তিনশ থেকে চারশ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এরপর জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়