মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

ঋণ আদায় : খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ঋণখেলাপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত’ সংসদীয় স্থায়ী কমিটি। কিভাবে ঋণখেলাপি কমানো যায় এবং খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে জানতে চেয়েছে কমিটি। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার অংশ নেন।
বৈঠকের সোনালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ফিন্যান্স লিমিটেড, প্রিমিয়াম লিজিং এন্ড ফিন্যান্স লিমিটেড খেলাপি ঋণের ব্যাপারে আর্থিক অনিয়ম তথ্য যাচাইবাছাই করে প্রয়োজনীয় সুপারিশসহ মুল কমিটিতে রিপোর্ট তুলে ধরা হয়। এ রিপোর্টের ভিত্তিতে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার সুপারিশ করে কমিটি।
বৈঠকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে রাজউকের প্লট বরাদ্দের ক্ষেত্রে বসবাসযোগ্য আধুনিক মানের আবাসিক ও বাণিজিক প্লট বরাদ্দের সঠিক ব্যবস্থা নেবার সুপারিশ করা হয়। পাশাপাশি প্লট বরাদ্দ ও ফ্ল্যাট বরাদ্দের সময়সীমা কমিয়ে আনার বিষয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বনের সুপারিশ করা করেছে কমিটি।
এছাড়া কমিটি স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে হাটবাজার, মসজিদ, মন্দির, রাস্তাঘাট নির্মাণের সময় পানি নিষ্কাশনের সুবিধার্থে যথাযথভাবে ড্রেনেজ ব্যবস্থা রাখার নির্দেশনা দেয়। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকার পরামর্শ দেয়া, বিভিন্ন উপজেলা পর্যায়ে সরবরাহকৃত গভীর নলকূপসমূহ সঠিকভাবে বিতরণ ও স্থাপন করা হয়ে থাকলে উপজেলা-ওয়ারী তালিকা আগামী তিন মাসের মধ্যে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়