নাইক্ষ্যংছড়ি : ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

আগের সংবাদ

তিন কারণে ভালো ফলাফল : সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নপত্রে সুবিধা ও সাবজেক্ট ম্যাপিংয়ের প্রভাবে পাসের হার বেড়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়

পরের সংবাদ

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে যুবক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. সাইফুল ইসলাম নামের এক যুবক। গতকাল রবিবার দুপুরে ফুলবাড়িয়ায় প্রভাতী-বনশ্রী বাসে এ ঘটনা ঘটে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে কত টাকা হাতিয়ে নেয়া হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাইফুলের সহকর্মী মো. জিয়া বলেন, আমরা একটি ইন্টেরিয়র কোম্পানিতে চাকরি করি। সাইফুল আমাদের ডেলিভারিম্যান। গতকাল সকালে উত্তরা থেকে বাসে আসার পথে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে বাসে ফেলে রেখে যায়। পরে বাসচালক আমাদের ফোন দিলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি জানান, সাইফুলের কাছ থেকে কত টাকা নিয়েছে সে বিষয়ে জানা যায়নি। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়া এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়