কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বিদেশি রাষ্ট্রদূতদের আচরণবিধি মনে করালেন মোমেন

পরের সংবাদ

হবিগঞ্জে কীটনাশক খেয়ে প্রাণ হারাল সহোদর ২ শিশু

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হবিগঞ্জ প্রতিনিধি : শহরের নোয়াবাদ এলাকায় রান্নাঘরে রাখা কীটনাশক খেয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের। গতকাল রোববার সকালে হবিগঞ্জ শহরের ওই এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত আলী নূর হোসেন (৫) ও মোবারক হোসেন (৩) জেলার বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। 
সূত্র জানায়, বাসার রান্নাঘরে আপন দুই ভাই খেলা করার সময় ঝুঁড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলে। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য ভাই আলী নুর চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পরে মারা যান।
নিহত শিশুদের বাবা আক্তার হোসেন বলেন, রান্নাঘরের মসলার ঝুঁড়িতে কীটনাশক রাখা ছিল। সেখান থেকে সকালে কেউ বের করে ভুলবশত নিচে রেখে দেয়।
শিশুরা রান্নাঘরে খেলার ছলে কীটনাশক খেয়ে ফেলে। এরপর শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মোবারক হোসেন ও চিকিৎসাধীন অবস্থায় আলী নুরের মৃত্যু হয়।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, হাসপাতালে দুটি শিশু মারা গেছে বলে শুনেছি। তবে কী কারণে বা কীভাবে মারা গেছে বিষয়টি স্পষ্ট করে কিছু বলতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়