রাষ্ট্রবিরোধী বক্তব্য : শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

ঢাবি সমাবর্তনে রাষ্ট্রপতি : বিশ্ববিদ্যালয়ের কাজে স্বচ্ছতা থাকতে হবে

পরের সংবাদ

সম্মিলিত সামাজিক আন্দোলন : জাতিরাষ্ট্র গঠনে বাঙালির ত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতিরাষ্ট্র গঠনে ১৯৪৭ সাল থেকে বাঙালির যে ত্যাগ তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। ভাষা ও স্বাধীকার প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত ঢেলে দেয়ার ইতিহাস শুধু আমাদেরই আছে। স্বাধীকার প্রতিষ্ঠার সংগ্রামের ধারাবাহিকতায় শিক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাঙালির ত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের পথচলা শুরু হলেও স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে আজো জাতিরাষ্ট্র গঠনে সত্যিকার অর্থে আমরা অগ্রসর হতে পারিনি। শোষণ, বঞ্চনা, বৈষম্যের পাশাপাশি সা¤প্রদায়িক নিপীড়ন, লণ্ঠন, মানবপাচার, অর্থপাচার ও সা¤প্রদায়িকতাবাদীদের প্রভাব রাষ্ট্রে তৃণমূলে দৃঢ় অবস্থান নিয়েছে।
গতকাল শুক্রবার বিকালে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতাদের সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, রুগ্নকরণ গণতান্ত্রিক ব্যবস্থার দূর্বলতার সুযোগে সমাজ ও রাষ্ট্রে মাফিয়া প্রভাবিত রাজনীতি ৩০ লাখ শহীদানের অর্জিত স্বাধীনতাকে ক্রমেই বিপন্ন করে তুলছে। জাতীর জীবনে এখন চরম হতাশা বেকারত্ব, অনিয়ম ও অনিশ্চয়তা বিদ্যমান। ইতোমধ্যে দেশে নতুন করে জঙ্গিবাদী ধর্মান্ধ শক্তিসমূহের সংগঠিত হওয়ার ঘটনা সভ্যতা, মানবতা, গণতান্ত্রিক ব্যবস্থা ও স্থিতিশীলতার বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে আমরা মনে করি। বক্তারা দেশের বিবেকবান মানুষ, গণতন্ত্রমনা সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র-যুবক, কৃষক, নারী, মানবাধিকার সংগঠনসমূহের প্রতি মুক্তিযুদ্ধের মহান চেতনায় ঐক্যবদ্ধ জাগরণ গড়ে তোলার আহ্বান জানান। সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত সভায় এ সময় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন প্রেসিডিয়াম সদস্য এমএ সামাদ, এডভোকেট এস এম এ সবুর, ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, ড. সেলু বাসিত, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ, এডভোকেট পারভেজ হাসেম, জহিরুল ইসলাম জহির, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, সম্পাদক মণ্ডলীর সদস্য সামসুল আলম জুলফিকার, অলক দাশগুপ্ত, সাজেদুল আলম রিমন, বিপ্লব চাকমা, হান্নান চৌধুরী, জুবায়ের আলম, আবিদ হোসেন অপু, কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনার রশিদ ভূঁইয়া, আব্দুল ওয়াহেদ, মো. আজিজুর রহমান আজিজ, মিজানুর রহমান মজুমদার, আমান উল্ল্যাহ আমান, উম্মে জাহেদা ইতি, জাহিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়