হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

আসিয়ান চেয়ারম্যান : বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে এখন চলছে রাজনৈতিক দ্ব›দ্ব ও উত্তেজনা। যার বিরূপ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এসব প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে বিশ্বের নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের চেয়ারম্যান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। রবিবার পূর্ব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এখনই সবাই এক না হয় তাহলে বিশ্বব্যাপী কষ্টার্জিত স্থিতিশীলতা বিনষ্ট হয়ে যাবে।
এ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। কোনো পক্ষ বা দেশের নাম উল্লেখ না করে সবাইকে এক হওয়ার আহ্বান জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।
তাইওয়ানকে ঘিরে চীনের চালানো সামরিক মহড়া এবং ইউক্রেনে রাশিয়ার কথিত সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ সব ধরনের বিরূপ প্রভাব পড়েছে।

এ ব্যাপারে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান অনেক চ্যালেঞ্জ এবং উত্তেজনা আমাদের আগের কষ্টার্জিত স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টার ক্ষতি করছে এবং মানুষের জীবনমানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।’
কম্বোডিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের সম্মেলনে বহুল কাক্সিক্ষত বাইডেন-শি বৈঠকের আগে সম্মেলনটি হলো। সম্মেলনটিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ অন্যান্য দেশের নেতারাও অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়