হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন কৃষক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীতে বাসের ভেতরে হাদিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে জানা গেছে। গতকাল রবিবার দুপুরে বলাকা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। অচেতন ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটির যাত্রী রিয়াজুল হক রাজা জানান, সায়েদাবাদগামী বলাকা পরিবহনের বাসটিতে তিনি তেজগাঁও থেকে ওঠেন। তখন বাসের সিটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। পরে বাসচালকের সহায়তায় শাহজাহানপুর ইসলামিয়া হাসপাতালের সামনে নামিয়ে ওই হাসপাতালে নিয়ে যান। তখন তিনি থানায় খবর দেন। শাহজাহানপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে হাদিউলের পরিচয় শনাক্ত করেন তার প্রতিবেশী মো. নজরুল ইসলাম। তিনি জানান, তাদের বাড়ি ময়মনসিংহ গফরগাঁও উপজেলায়। হাদিউল গ্রামে কৃষিকাজ করেন। তার এক চাচাতো ভাইকে বিদেশ পাঠানোর উদ্দেশে কাগজপত্র করাতে লক্ষাধিক টাকা নিয়ে তিনি গতকালই একা গ্রাম থেকে বনানীতে নজরুল ইসলামের কাছে আসছিলেন। রবিবার দুপুরের পরে তার মোবাইল ফোন থেকেই খবর পান, বাসের ভেতর অচেতন অবস্থায় পাওয়া গেছে হাদিউলকে। তবে তার কাছে টাকা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়