রিমান্ড শেষে মহিলা দল নেত্রী সুলতানা কারাগারে

আগের সংবাদ

দেশে কোনো দুর্ভিক্ষ হবে না > সোহরাওয়ার্দীর জনসমুদ্রে প্রধানমন্ত্রী : যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রণোদনা প্রদান

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি দপ্তরের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এসব প্রণোদনা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, ভোলাহাট ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান প্রমুখ।

আনসার সমাবেশ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ধোবাউড়ায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারি জাহান ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ওসি টিপু সুলতান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিপেন্দ্র চন্দ্র বর্মন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। অনুষ্ঠান শেষে ৪০ জনকে পুরস্কৃত করা হয়েছে।

ডিজিটাল মেলা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডলের সভাপতিত্বে এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমরুল হাসান তালুকদার ইমন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ, ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) ওয়াসিমুল আল বারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা প. প. কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদিপ কুমার রায়, মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, ফায়ার সার্ভিসের আশিকুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়