গ্রেপ্তার ৭ : ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শর্তগুলো কঠিন হলেও যৌক্তিক : আইএমএফের শর্ত মেনেই ঋণ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক ঋণের সুদ বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

পরের সংবাদ

হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ : ড. ইউছুফ হারুন ভূঁইয়াকে সংবর্ধনা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-এর সভাপতি নির্বাচিত হওয়ায় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ। বিজ্ঞপ্তি।
গত শনিবার সকালে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভার শুরুতে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব, এনএসআইয়ের সাবেক ডিজি কাজী গোলাম রহমান, ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বোর্ডের সদস্য সাবেক সচিব মো. নুরুল ইসলাম, পিএইচডি, ওয়াক্ফ প্রশাসক খান মো. নুরুল আমিন, সাবেক আইজিপি এ টি আহমেদুল হক চৌধুরী, লে. জে. আবু তৈয়ব মুহাম্মদ জহিরুল আলম (অব.), চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল মজিদ।

বোর্ড অব ট্রাস্টিজের সভা শেষে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে হামদর্দ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং মানবকল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়