৪০তম বিসিএস : নন-ক্যাডারদের সাংস্কৃতিক প্রতিবাদ মোমবাতি প্রজ্বালন

আগের সংবাদ

ঝুলে গেল সমন্বিত তিস্তা প্রকল্প : ভূরাজনৈতিক চাপের কারণে এই প্রকল্প এগিয়ে নিতে আগ্রহ হারিয়েছে সরকার, এখনো হাল ছাড়েনি চীন

পরের সংবাদ

জমি নিয়ে বিরোধে ভাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নবীন মাতুব্বর (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে জায়গা জমি পরিমাপের সময় সালিশ বৈঠক চলাকালে ফারুক মাতুব্বরের ছেলে নবীন মাতুব্বরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এর প্রতিবাদে বিকেলে উত্তেজিত গ্রামবাসী ঘরবাড়ি ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, জমিজমা নিয়ে ফারুক মাতুব্বরের সঙ্গে মান্নান মাতুব্বরের দীর্ঘদিনের দ্ব›দ্ব ছিল। বিষয়টি নিয়ে কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিঠু মাতুব্বর উভয়কে মীমাংসার প্রস্তাব দিলে গতকাল সকালে সালিশ বৈঠক শুরু হয়। দুপুর গড়িয়ে সালিশ বৈঠক শেষ না হওয়ায় আগামী শনিবার সালিশ বৈঠকের দিন ধার্য করা হয়। সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক মাতুব্বর। সালিশের শেষ পর্যায়ে উভয় গ্রুপের লোকজন বাকবিতণ্ডায় জড়ান।
এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে দেশীয় অস্ত্র দিয়ে ফারুক মাতুব্বরের ছেলে নবীন মাতুব্বরকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। স্থানীয় জনতা নবীন মাতুব্বরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতাল ও পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বিকেলে নবীনের মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ফারুক মাতুব্বর ও মান্নান মাতুব্বরের জায়গাজমি সংক্রান্ত একটি সালিশ বৈঠক ছিল সকালে। সালিশের সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় কিশোর নবীন মাতুব্বর দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলের দিকে সে মারা যায়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দেয়ার প্রস্তুতি নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়