বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

রোহিঙ্গার পলায়ন : প্রিজনভ্যানের দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই প্রিজনভ্যানে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি আরো জানান, গত শনিবার ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। পথে রামু তুলাবাগান সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে অন্য এক আসামি পালিয়ে যায়। তিনি রোহিঙ্গা নাগরিক ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়