বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

মাঠ পর্যায়ে মামলা তদন্তে তদারকি বাড়াতে নির্দেশ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মামলা তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন। এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় সভায় সেপ্টেম্বর মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতির তথ্য উপস্থাপন করেন। সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন মামলার পাশাপাশি মোট মামলার সংখ্যাও কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়