স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

জিটিসিএলের ২৯তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা গত রবিবার সন্ধ্যায় ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকায় কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জিটিসিএল পরিচালনা পর্ষদ মো. মাহবুব হোসেন সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালক নাজমুুল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও কোম্পানির পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানি ২০২১-২০২২ অর্থবছরে ০৬টি গ্যাস বিতরণ কোম্পানিকে জিটিসিএল পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে ২,৪৪৫.২২ কোটি ঘনমিটার গ্যাস এবং কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে ২,৫১৮.৬৩ লাখ লিটার কনডেনসেট পরিবহন করে মোট ১,০৭১.৯৪ কোটি টাকা রাজস্ব আয় করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়