পাইলিংয়ের সময় শ্রমিক নিহত

আগের সংবাদ

প্রাথমিক শিক্ষায় তুঘলকি কাণ্ড : পাশাপাশি দুটি প্রাথমিক বিদ্যালয়কে একটি করা হচ্ছে > শিক্ষক প্রশিক্ষণ ৬ মাস

পরের সংবাদ

স্কুটারের গতি মাত্র ২৫ কিলোমিটার

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সোয়্যাপেবল প্রযুক্তির ব্যাটারি ফিচার নিয়ে ইলেকট্রিক স্কুটার এনেছে ভারতের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। ফলে স্কুটারটির ব্যাটারি আপনি সহজেই বদলেও নিতে পারবেন। স্কুটারটি ভারতে বিক্রি হচ্ছে মাত্র ৩৫ হাজার রুপিতে। তবে এই দামের মধ্যে ব্যাটারির মূল্য অন্তর্ভুক্ত নয়। আলাদা করে ব্যাটারি কিনতে হবে। যারা ?ফুড বা পার্সেল ডেলিভারি দেন তাদের জন্য এই স্কুটারটি অত্যন্ত সহায়ক হতে পারে বলে উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে। বাজ বাইকের এই বৈদ্যুতিক স্কুটারটি একবার চার্জ দিলে ১০০ কিলোমিটারের বেশি মাইলেজ দেবে। এর দৈর্ঘ্য ১৬২৪ মিলিমিটার। প্রস্থ ৬৮০ মিলিমিটার। উচ্চতা ১০৫২ মিলিমিটার। ই-স্কুটারটিতে ডুয়াল ফর্ক হাইড্রোলিক সাসপেনশন সেটআপ এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। নতুন এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় সীমাবদ্ধ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়