৫ জন গ্রেপ্তার : বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস

আগের সংবাদ

ব্যর্থ মেটার হরাইজন ওয়ার্ল্ডস

পরের সংবাদ

ফাইটার পাইলট সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সেঞ্জ অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পক্ষ হতে অরিগন ন্যাশনাল গার্ড এর ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-তে একটি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সেঞ্জ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ২১ জন সদস্য অংশ নেন। ৩ দিনের এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সেঞ্জ অনুষ্ঠানটি আয়োজনের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা। আইএসপিআর
উল্লেখ্য, এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী সদস্যরা নিজ নিজ দেশের বিমান বাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান আদান-প্রদান এবং তৎসম্পর্কিত বিভিন্ন বিষয়ে নিয়ে পর্যালোচনা করেন। বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে উড্ডয়ন, বিমান রক্ষণাবেক্ষণ, এয়ার ফিল্ড নিরাপত্তা ও পরিচালন, উড্ডয়ন নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়