৫ জন গ্রেপ্তার : বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস

আগের সংবাদ

ব্যর্থ মেটার হরাইজন ওয়ার্ল্ডস

পরের সংবাদ

নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে বের হওয়ার পর নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহাম্মদ শাফিউল হককে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, শাফিউল হক শর্ট টাইম মেমোরি লস (অল্পতেই ভুলে যাওয়া) রোগে আক্রান্ত। তাই সেদিন তিনি পথ ভুলে যান। পরে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে সূত্রাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে তার বন্ধুর জিম্মায় বুঝিয়ে দেয়া হয়েছে।
গত ১৮ অক্টোবর মোহাম্মদ শাফিউল হক (৬৬) এবং হুসেম উদ্দীন আহমেদ (৬৫) তাদের এনজিওর কাজে বাংলাদেশে আসেন। দেশে আসার পর তারা গুলশানের হোটেল ওয়েস্টিনে ওঠেন। এরপর ওইদিনই কাউকে কিছু না বলে বিকাল ৪টায় হোটেল থেকে বের হয়ে যান শাফিউল হক। এরপর তিনি আর হোটেলে যেতে পারেননি।
গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান বলেন, শাফিউলের বাংলাদেশি বন্ধু খালিদ হোসেন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১৯ অক্টোবর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির অবস্থান চিহ্নিতের চেষ্টা করা হয়। একপর্যায়ে পুলিশ জানতে পারে যে শাফিউল সূত্রাপুর থানা এলাকায় অবস্থান করছেন। সেদিনই সূত্রাপুর থেকে তাকে উদ্ধার করে ওই বন্ধুর জিম্মায় বুঝিয়ে দেয় গুলশান থানা পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়