বসতঘর থেকে মা ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

বছরজুড়েই ‘উন্নয়নে’র দুর্ভোগ : ভাঙাচোরা সড়কে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির ফাঁদ > নিত্যসঙ্গী তীব্র যানজট > সামান্য বৃষ্টিতেই জলজট

পরের সংবাদ

‘ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন হিট হয়’

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবটি দোল দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মনেও। এবারের পূজা নিয়ে মিম বলেন, ‘বেশ ভালো কাটছে। মহা সপ্তমীতে সকালে পূজা করে এসেছি। বসুন্ধরার মণ্ডপে গিয়েছিলাম। এরপর যাব বনানী। তারপর যাব কুমিল্লা।’ বিয়ের পর প্রথম পূজা নিয়ে অভিনেত্রী বলেন, ‘বরের সঙ্গে এবারই প্রথম পূজা। তাই ভালো লাগাটা বেশি। এবার ভালোবাসার মানুষটা পাশে রয়েছে। সেই সঙ্গে দায়িত্বটাও বেড়েছে। আগে পূজা শুধু মায়ের বাড়িকে কেন্দ্র করে ছিল। এখন শ্বশুর বাড়ি যোগ হয়েছে। তাদের সঙ্গে পূজা কাটাতে কুমিল্লা যাব।’ পূজায় মিম তার বরকে পাঞ্জাবি দিলেও বর তাকে এখনো কিছু দেননি। তিনি বলেন, ‘প্রতিদিনই গিফট আসছে আমার জন্য। ওর জন্যও আসছে। বিভিন্ন অনলাইন পেজ থেকে অনেকগুলো পোশাক এসেছে। এসব দেখে ও বলছে, তুমি তো অনেক গিফট পেয়েছ। আমি আর দিয়ে কী করব? মানে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কী। কিছু না কিছু তো দিতেই হবে। না দিয়ে তার উপায় নেই। নইলে বলব ঘুরতে নিয়ে যেতে হবে।’ চলতি মাসের ২৮ তারিখ প্রেক্ষাগৃহে আসছে মিম অভিনীত ‘দামাল’ সিনেমাটি। তাই এবার পূজায় তার অন্যতম প্রার্থনা ‘দামাল’-এর সফলতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছি। আশা করি, ‘পরাণ’কে ছাড়িয়ে যাবে ‘দামাল’। আমি ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছি ‘দামাল’ যেন হিট হয়। ছবিটি যেন দর্শকের ভালোবাসায় সিক্ত হয়।’ সবশেষে মিম অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে ‘দামাল’ দেখার আহ্বানও জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়