বসতঘর থেকে মা ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

বছরজুড়েই ‘উন্নয়নে’র দুর্ভোগ : ভাঙাচোরা সড়কে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির ফাঁদ > নিত্যসঙ্গী তীব্র যানজট > সামান্য বৃষ্টিতেই জলজট

পরের সংবাদ

জেমসের জন্মদিনে আপ্লুত সুমন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গতকাল ২ অক্টোবর ৫৮ বছরে পা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফারুক মাহফুজ আনাম জেমস। কিন্তু তার কণ্ঠের কাছে, জীবনী শক্তির কাছে বয়স তো তুচ্ছ বিষয়। সেটার প্রমাণ মেলে যখন তিনি স্টেজে ওঠেন। সুদীর্ঘ চার দশকের সংগীত জীবনে জেমস শুধু নিজেকেই বিকশিত করেননি, পরবর্তী একাধিক প্রজন্মকে পথ দেখিয়েছেন, তাদের জন্য অনুপ্রেরণা হয়েছেন। তেমনই একজন বেজবাবা সুমন। দেশের বেজ গিটার ইতিহাসে সবচেয়ে সফল গণ্য করা হয় তাকে। সেই সুমন জানালেন, তার অনুপ্রেরণাও জেমস। নগরবাউলের জন্মদিনে অকপটে বেজবাবা বললেন, ‘আমি অনেক ভাগ্যবান আপনার সঙ্গে মিউজিক করতে পারার জন্য, আমি অনেক ভাগ্যবান ‘ফিলিংস’-এর মতো একটা ব্যান্ডের বেজ প্লেয়ার হতে পারার জন্য, আমি অনেক ভাগ্যবান আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারার জন্য।’ এই ফাঁকে বলা প্রয়োজন, নব্বইয়ের দশকের গোড়ার দিকে জেমসের গড়া ‘ফিলিংস’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন সুমন। বছর তিনেক জেমসের গানে বাজিয়েছিলেন তিনি। সেই স্মৃতি হাতড়ে বেজবাবা লিখেছেন, ‘আমার এসএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে। এক বন্ধুর বেজ গিটার ধার করে ‘ফিলিংস’ ব্যান্ডের রিহার্সালে গেলাম বেজ বাজাতে (পরে জানতে পেরেছিলাম সেটা অডিশন ছিল)। সে দিনটার কথা এখনো খুব স্পষ্ট মনে আছে আমার।’ সুমনের কাছে জেমস শুধু বড় ভাই-ই নন, একজন ‘অসম্ভব’! তার ভাষ্য, ‘প্রিয় জেমস ভাই, আপনাকে নিয়ে কিছু লিখতে শুরু করলে একটা বই লেখা হয়ে যাবে। আপনি তারায় তারায় যা রটিয়ে দিয়েছেন, সে সব আমাদের হাজার বছরের অনুপ্রেরণা। মিউজিকের বাইরে আমার চোখে আপনি শুধু একজন বড় ভাই নন, আপনি একজন ‘অসম্ভব’! শুভ জন্মদিন গুরু!’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়