মৎস্যমন্ত্রী : দেশের কোথাও আর মাছের আকাল হবে না

আগের সংবাদ

তিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে আ.লীগ : রাজপথের দখল নিশ্চিত করা > মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন সম্পন্ন করা > তৃণমূলকে ঐক্যবদ্ধ করা

পরের সংবাদ

পূজার নাটক ‘অর্ঘ্য’

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘অর্ঘ্য’। সঞ্জয়কান্তর রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, সুব্রত চক্রবর্তী, মিষ্টি মারিয়া, শিশির আহমেদ, রিয়া চৌধুরী, বিমল ব্যানার্জি, প্রীতি জান্নাত প্রমুখ। প্রচারিত হবে আজ শনিবার রাত ৯টায়। নাটকে দেখা যাবে, মদে আসক্ত চারুশিল্পী অমল সেনের একমাত্র ছেলে বিমল সেন সকলের চোখের মণি। পড়ালেখা শেষ করেও কোনো চাকরি পায় না। পাড়ার বড় ব্যাবসায়ী প্রতাপ চৌধুরীর ডান হাত সে। প্রতিবারের মতো প্রতাপ চৌধুরীই পাড়ার পূজার উদ্যোক্তা। আর পূজার স্টেজ সাজাবে অমল। একইভাবে পূজার চাঁদা তোলা, প্রতিমা নিয়ে আসা থেকে শুরু করে পূজার শেষঅব্দি সব দায়িত্ব বিমলের কাঁধে। কিন্তু বিমল প্রতিমা আনতে গেলেই ঘটে বিপত্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়