মৎস্যমন্ত্রী : দেশের কোথাও আর মাছের আকাল হবে না

আগের সংবাদ

তিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে আ.লীগ : রাজপথের দখল নিশ্চিত করা > মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন সম্পন্ন করা > তৃণমূলকে ঐক্যবদ্ধ করা

পরের সংবাদ

পূজার গান ‘দুর্গা মায়ের জয়’

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দুর্গাপূজা উপলক্ষে জয় ও প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে আসছে ‘দুর্গা মায়ের জয়’ শিরোনামের একটি গান। শুধু তাই নয়, জাঁকজমকভাবে নির্মিত হয়েছে গানটির ভিডিও। এই দুই শিল্পীর সঙ্গে গানে কোরাস কণ্ঠ দিয়েছেন সুস্মিতা, মৌমিতা ও সুপ্রকাশ। অরুণ সরকারের লেখা গানটির সুর করেছেন অপু আমান। গানটির ভিডিও পরিচালনা করেছেন আলী হাসান লিটন। ১ অক্টোবর সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। সম্প্রতি রমনার কালী মন্দিরে এই মিউজিক ভিডিও দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও রুহি। গানটির শিল্পী জয় ও প্রিয়াঙ্কাকেও দেখা যাবে তাদের সঙ্গে। আরো আছেন সোহাগ ড্যান্স গ্রুপের নৃত্যশিল্পীরা।
‘দুর্গা মায়ের জয়’ গান প্রসঙ্গে জয় বলেন, গত দুর্গাপূজায় ‘মায়ের আগমনী’ শিরোনামে একটা মিউজিক ভিডিও তৈরি করে ছিলাম। গানটির জন্য ব্যাপক সাড়া পাই তখন। অনেক পূজা মণ্ডপে গানটি বাজানো হয়েছিল। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবারো পূজার জন্য নতুন গান করলাম। এবার আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস। সে অনেক ভালো গেয়েছে।
আশা করছি গানের সঙ্গে কোরিওগ্রাফি মিলিয়ে দারুণ একটা মিউজিক ভিডিও হবে। আমার বিশ্বাস গতবারের মতো আমার এবারের গানটিও বিভিন্ন পূজা মণ্ডপে বাজবে।
প্রিয়াঙ্কা বলেন, দুর্গাপূজা উপলক্ষে একটি গান করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে বিভিন্ন উৎসবকে ঘিরে কোনো কাজ করতে বেশি ভালো লাগে। কারণ কাজগুলোতে বিশেষ আয়োজন থাকে, অনেক বেশি যতœ থাকে। এই গানটিও অনেক যতœ নিয়ে করা হয়েছে। আমি আমার সাধ্যমতো ভালো গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমাদের দুজনের কণ্ঠের এই গানটা এবারের পূজায় সবার মন জয় করবে।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়