জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২ অক্টোবর

আগের সংবাদ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত : প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক ঘোষণা, অবৈধ বলছেন ন্যাটো নেতারা

পরের সংবাদ

বাউবি উপাচার্য : তথ্যের অবাধ প্রবাহ জনগণের সচেতনতা বাড়িয়ে দেয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বাউবি তথ্য অধিকার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কমিটির আয়োজনে গত বুধবার অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান। তথ্য ও গণসংযোগ বিভাগের সার্বিক সহযোগিতায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
তিনি বলেন, তথ্যের অবাধ প্রকাশ জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত রাখতে ভূমিকা রাখে। তথ্য অধিকারকে জনগণের ক্ষমতায়নের একটি মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়। যত বেশি তথ্য প্রবাহ জনগণের দোরগোড়ায় পৌঁছাবে, ততই সচেতনতা বাড়বে, বাড়বে কাজের গতিও। বিজ্ঞপ্তি।
অনুষ্ঠান শেষে উপাচার্য তথ্য ও গণসংযোগ বিভাগের আইপিআরডি নিউজ ক্লিপিং বুক এন্ড ইনফো.সাইক্লোপেডিয়া মোড়ক উন্মোচন করেন। তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আ ফ ম মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলম। সভায় আরো উপস্থিত ছিলেন বাউবির বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়