হাজারীবাগের বিস্ফোরণ : পা হারানো দিলীপসহ শঙ্কাজনক অবস্থায় ২

আগের সংবাদ

পাঁচ কারণে বাড়ছে ডেঙ্গু!

পরের সংবাদ

করোনাকালে অস্থায়ী নিয়োগ : হঠাৎ অব্যাহতি দেয়ায় ১১৯ করোনাযোদ্ধার মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ যখন সবচেয়ে বেশি, ঠিক তখন রোগীদের সেবার উদ্দেশে ২০২০ সালের ২৩ জুন চট্টগ্রাম বন্দর হাসপাতালে ১১৯ জন নার্স, আয়াসহ বিভিন্ন পদে অস্থায়ীভাবে লোক নিয়োগ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই চাকরি থেকে তাদের অব্যাহতির ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে দিশেহারা এসব করোনাযোদ্ধারা। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ডবয়, আয়াসহ বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া ১১৯ জনকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জীবনের মায়া তুচ্ছ করে করোনাকালে সেবা আমরা দিয়েছি। আমাদের ২ বছর ৩ মাস চাকরি হয়েছে। এখন চাকরি চলে গেলে আমরা খাব কী, পরিবারকে খাওয়াব কী? কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই মানবিক কারণে আমাদের অব্যাহতি প্রত্যাহার করুন, চাকরি স্থায়ী করুন।
মানববন্ধনে অংশ নেয়া ওয়ার্ডবয় হেলাল উদ্দিন বলেন, সরকার করোনা ওয়ার্ড বন্ধ করে দিতে বলেছে- আমাদের এমনটাই জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অথচ সরকার এ ধরনের কোনো সিদ্ধান্তই নেয়নি। তারপরও বিনা নোটিসে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন আমাদের সংসার কীভাবে চলবে। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমরাই। বন্দরে এখনো অনেক শূন্য পদ রয়েছে। শূন্যপদে আমাদের বহাল রাখা হোক- এটাই আমাদের দাবি। সাইফুল ইসলাম নামে আরেক কর্মচারী বলেন, আমরা প্রথমে বন্দর হাসপাতালের সামনে মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। তাই আমরা প্রেস ক্লাবের সামনে চলে আসি। এখানে আমাদের শ’খানেক লোক এসেছে। বাকিদের বন্দর হাসপাতালে আটকে রাখা হয়েছে। বন্দরের কোভিড ইউনিট এখন বন্ধ। তাই আমাদের অনেক আয়াকে দিয়ে বন্দর কর্মকর্তারা তাদের বাসার কাজ করিয়েছেন। আমাদের বেতনও যথাসময়ে দেয়নি বন্দর কর্তৃপক্ষ। অনেক সময় দুই মাসের বেতন একসঙ্গে দিয়েছে। আমরা অনেক কষ্টে সংসার সামলেছি। এখনো চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা সংসদ সদস্য এম এ লতিফ ও বন্দর চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছি। আমাদের দাবি না মানলে আমরা বিক্ষোভ চালিয়ে যাব।
জানা গেছে, করোনা রোগীদের সেবার উদ্দেশে ২০২০ সালের ২৩ জুন ১১৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে মেডিকেল অফিসার ৭ জন, সিনিয়র স্টাফ নার্স ১৩ জন, ২০ জন স্প্রে ম্যান, কুক ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি), ওয়ার্ড বয় ২৭ জন, আয়া ১৪ জন, নমুনা সংগ্রহকারী ২ জন, সহকারী কুক ১ জন, মেডিকেল এসিট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট ১ জন, পরিচ্ছন্নতাকর্মী ২৩ জন রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়