সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

জিল্লুর রহমান মিন্টুর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্যে সিংহঝুলি শহীদ মসিয়ুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যা মামলাটি যশোর আদালতে বিচারাধীন। নিহত জিল্লুর রহমান মিন্টু ১৯৯৪-২০০২ সাল পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
জিল্লুর রহমান মিন্টু চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলার পিতম্বরপুর গ্রামের মরহুম আতিউর রহমানের ছেলে। জিল্লুর রহমান মিন্টুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি, শোক ও আলোচনা সভা।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এদিন বিকাল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্মরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত থাকবেন।
জিল্লুর রহমান মিন্টুর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু জানান, স্মরণসভা ছাড়াও বিভিন্ন মসজিদে জিল্লুর রহমান মিন্টুর জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়