রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

শাহজাদপুরে স্ত্রীর মামলায় কারাগারে সেনা সদস্য

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে স্ত্রীর মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত মো. সুমন মিয়া নামের এক সেনা সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সুমন মিয়া উপজেলার কাকুরিয়া গ্রামের মোকাররমের ছেলে। বর্তমানে তিনি ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান রামু সেনানিবাস, কক্সবাজারে কর্মরত আছেন। সুমন মিয়া গতকাল বুধবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী আকাশী খাতুনের আইনজীবী আব্দুস সাত্তার মোল্লা বলেন, সেনা সদস্য সুমন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় আকাশি খাতুন ২০১৪ সালে সুমনকে আসামি করে মুসলিম আদালতে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে ২০২১ সালের ১৩ অক্টোবর বিকালে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী আসামি সুমনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস কারাদণ্ডের রায় দেন। রায়ের পর থেকে সুমন মিয়া পলাতক ছিলেন। আকাশি খাতুন জানান, সুমনের সঙ্গে তার দেড় যুগ আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই গোপনে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। বিষয়টি বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। বরং শেষ অবধি আকাশি খাতুনকে স্ত্রী হিসেবে অস্বীকার করে সুমন। এতে বাধ্য হয়েই আকাশি খাতুন ২০১৪ সালে আদলতে মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়