রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

ব্রাজিলে গুদাম ধসে ৯ জন নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে একটি গুদামের কিছু অংশ ধসে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার পার্লামেন্ট নির্বাচনের দুজন প্রার্থীর গুদাম পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
কংগ্রেসনাল প্রার্থী জনস ডোনিজেট ও এলি সান্তোস ব্রাজিলের কনটেইনার কোম্পানি মাল্টিটেইনার পরিদর্শন করছিলেন। এ সময় গুদামের ভেতরের একটি কংক্রিটের কাঠামোর অংশ দুই প্রার্থী ও কোম্পানির কর্মচারীদের ওপর ভেঙে পড়ে। ডোনিজেট ফেসবুকে এক পোস্টে জানান, তাকে এবং সান্তোস দুজনকেই উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, এই ধসের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। অগ্নিনির্বাপণ বিভাগ আরো জানিয়েছে, ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের ২৮ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবশ্য অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র বলছেন, এখনো ধ্বংসাবশেষের নিচে আরো মানুষ থাকতে পারে বলে মনে করছে উদ্ধারকারী দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়