রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

গুগলের ভুলে আড়াই লাখ ডলার

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : হঠাৎ এক ব্যক্তির অ্যাকাউন্টে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার এলো। আর এই অর্থ এলো গুগলের কাছ থেকে। অ্যাকাউন্টে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার মতো অর্থ আসার কারণ বুঝতে পারছিলেন না আমেরিকান ব্যক্তিটি। এনডিটিভির খবরে বলা হয়েছে, আমেরিকার ওমাহা এলাকার স্যাম ক্যারি নামের ওই ব্যক্তির অ্যাকাউন্টে হঠাৎ প্রায় আড়াই লাখ ডলার আসে। একসঙ্গে এত টাকা পেয়ে ঘাবড়ে যান তিনি। এত টাকা পেয়ে উল্লসিত হননি, বরং চিন্তা বেড়েছে। একটা ডলারও খরচ করেননি স্যাম ক্যারি। এরপর বিষয়টি টুইটারে শেয়ার করেন। টুইটারে লিখেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগল ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ মার্কিন ডলার আমার কাছে পাঠিয়েছে।
গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি?’ এসবের সঙ্গে এ-ও লিখেন, ‘যদি ডলার ফেরত চান, তাতে কোনো সমস্যা নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়