মিতু হত্যাকাণ্ড : আদালতে চার্জশিট দাখিল, শুনানি ১০ অক্টোবর

আগের সংবাদ

নতুন ৮ নদীর পানিবণ্টনে নজর : আলোচনায় সম্মত বাংলাদেশ ও ভারত, আগামী মার্চ এপ্রিলে ঢাকা সফরের সম্ভাবনা ভারতের জলসম্পদ মন্ত্রীর

পরের সংবাদ

বিজিবির অভিযান : সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯.৮৬ কেজি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসির দিকনির্দেশনায় বারাদী বিওপির হাবিলদার মো. জুলহাস উদ্দিন, পিবিজিএমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বারাদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর এলাকায় অ্যাম্বুশের জন্য অবস্থান নেয় টহল দলটি। পরে আনুমানিক বেলা ১১টায় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবির টহলদল তাকে ধাওয়া দিয়ে আটক করে। মোটরসাইকেলটি তল্লাশি করে কসটেপে বিশেষ কায়দায় মোড়ানো ১১টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেট হতে ছোট বড় মোট ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবির টহল দল। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৯.৮৬০ কেজি। আনুমানিক সিজারমূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। বিজ্ঞপ্তি

আটককৃত স্বর্ণ পাচারকারীর নাম মো. রকিবুল ইসলাম (৩৫)। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনার থানার নাস্তিপুর গ্রামের বাসিন্দা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়