২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৩৫৩

আগের সংবাদ

সমান সুযোগের রূপরেখা নেই : ইসির রোডম্যাপ

পরের সংবাদ

হিমঘরে ১৭ মাস

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : একই ছাদের নিচে ছিলেন ৭৩ বছর। তাদের দাম্পত্যজীবন ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। মৃত্যুর পর কীভাবে তারা দুই জায়গায় বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন এ কারণে তাদের দুইজনকে পাশাপাশি সমাহিত করা হবে।
কথা হচ্ছিল প্রয়াত প্রিন্স ফিলিপ ও তার সদ্য প্রয়াত স্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে। গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি। তার মৃত্যুর ১৭ মাস আগে ২০২১ সালের ৯ এপ্রিল মারা গিয়েছিলেন প্রিন্স ফিলিপ। এ জুটিকে এবার রাষ্ট্রীয় মর্যাদায় একসঙ্গে কবর দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে ফিলিপের প্রায় দেড় বছরের অপেক্ষার ইতি ঘটছে। প্রিন্স ফিলিপ মারা যাওয়ার পরই তাদের সমাহিত করার বিষয়ে পরিকল্পনা উন্মোচিত হয়। জানা যায়, মৃত্যুর আগেই ফিলিপ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি বারণ করে গিয়েছিলেন। এ কারণে অনাড়ম্বর আয়োজনের পর প্রিন্স ফিলিপের মরদেহ নেয়া হয় এসটি জর্জ চ্যাপেলের রয়্যাল হিমঘরে। ১৭ মাস ধরে সেখানেই রানির মৃত্যুর জন্য অপেক্ষা করছিল তার কফিন। এবার রানির মৃত্যু হওয়ায় দুইজনকে একসঙ্গে সমাহিত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়