একদিনে ২৭৮ করোনা রোগী শনাক্ত

আগের সংবাদ

দেশীয় কয়লা উত্তোলনে গুরুত্ব : বাধা হয়ে দাঁড়িয়েছে নীতি ও পরিবেশ, বিশ্বে কয়লার ব্যবহার বেড়েছে

পরের সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ ও রেশন চালুর দাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার কারণে নতুন করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণা, মহার্ঘ্য ভাতা দেয়া ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আইবিসি আয়োজিত মানববন্ধনে শ্রমিক নেতারা এ দাবি জানান। সংগঠনের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বেড়ে গেছে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বাড়ার কারণে যাতায়াতসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। সরকার গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য ২০১৮ সালে ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিল। এরপর ৪ বছর পেরিয়ে গেছে। গার্মেন্টস শিল্পে শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের জন্য নতুন করে ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়