৪ বোন চুরি করেই পালাত অন্য জেলায়

আগের সংবাদ

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

পরের সংবাদ

কাঁচির পোঁচে সেতু ধপাস!

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : প্রথম দৃষ্টিতে মনে হবে সেতুটি বেঁধে রাখা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা দিয়ে। উদ্বোধনের সময় কাঁচি দিয়ে মাত্র একবার কাটতে না কাটতেই পুরো সেতুটি ধসে পড়ল। ঘটনাটি ঘটেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে। রাজধানীর একটি ছোট নদীতে কংক্রিটের এই নতুন পায়ে হাঁটার সেতুটি তৈরি করা হয়েছিল। ফিতা কেটে সেতুটি উদ্বোধন করছিলেন হুরলাইন বাদিলা। ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুটি ধসে পড়ার সময় পানিতে পড়া এড়ানোর জন্য মরিয়া চেষ্টা হিসেবে তিনি কাঁচি ধরা হাতে অপর এক ব্যক্তির স্যুটের কলার ধরেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুহূর্তের মধ্যেই উল্লাস ধ্বনি উদ্বেগ ভরা চিৎকারে পরিণত হয়। সেতু ধসে আটকে পড়াদের উদ্ধারে মানুষ ছুট দেন। কেউ গুরুতর আহত হয়েছেন কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়