ঢাকা কলেজ : ক্যান্টিনে খাওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আগের সংবাদ

ভাঙা সড়কে খোঁড়াখুঁড়ির মচ্ছব : সড়ক খনন নীতিমালা উপেক্ষিত > তিন মাসের কাজ বছরজুড়ে > সেবা সংস্থার কাজে সমন্বয় নেই

পরের সংবাদ

রাস্তায় পণ্য-নির্মাণসামগ্রী : চসিকের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নগরের বিভিন্ন স্থানে দোকানের পণ্য ও নির্মাণসামগ্রী রাস্তায় রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাতজনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে ফইল্ল্যাতলী সড়ক ও নয়াবাজার থেকে বড় পোল পর্যন্ত পোর্ট কানেকটিং রোডের উভয় পাশের ফুটপাত, নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের পণ্য ও নির্মাণসামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫০টি দোকানের অংশ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন। এদিকে নগরীর সদরঘাট থানাধীন মোগলটুলি এলাকা থেকে নকল ক্যাবল তৈরির সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৮০ কয়েল ক্যাব, ৩০ কেজি তামার তার, বিআরবি ও আরআরআর ক্যাবলের নকল ও ৪টি পিতলের সিল ও স্টিকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহরুল ইসলাম প্রকাশ শাওন (২৭) মো. মামুন (২৮) মো. ফরহাদ (২৩), রসুল আমিন জিহাদ (১৯) ও মো. রুবেল (২৮)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়