এশিয়া কাপ : হংকংকে লজ্জায় ডুবিয়ে সুপার ফোরে পাকিস্তান

আগের সংবাদ

বন্ধুত্ব সুসংহত করার প্রত্যয় : বাংলাদেশে চীনা বলয় ঠেকাতে চায় দিল্লি > পানিসহ সীমান্ত সুরক্ষায় সমাধান চায় ঢাকা

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : টেকনাফে ৮৯ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে সেন্টমার্টিন্স সমুদ্র এলাকায় গত শুক্রবার রাত ৯টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চলাকালীন সেন্টমার্টিন্স সংলগ্ন ছেঁড়াদ্বীপ এলাকায় বাংলাদেশ সীমানায় একটি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু বোটটি না থেমে একটি বস্তা পানিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে। বিজ্ঞপ্তি
পরে শুক্রবার রাত আনুমানিক ১টায় টেকনাফ থানার নাইট্যং পাড়া এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বরইতলী হতে এক ব্যক্তিকে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ টেকনাফের দিকে আসতে দেখা যায়। পরে ওই লোকটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে টেকনাফ বন্দরের দিকে দৌড় দেয়। কোস্ট গার্ড সদস্যরা ব্যাগ তল্লাশি করে ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করে। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়